রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিজিএমইএ ও এভারকেয়ারের মধ্যে ‘বিগফোর’ উদ্যোগে সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৭:০৬ পিএম | অনলাইন সংস্করণ

“বিজিএমইএ-এভারকেয়ার বিগফোর (বিআইজি৪)” হচ্ছে একটি স্বাস্থ্য উদ্যোগ, যার লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সরকারি ও বেসরকারি সংস্থার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে অসংক্রামক রোগ মোকাবেলা করা। 

এ উদ্যোগের উদ্দশ্য হচ্ছে কর্মজীবি জনগোষ্ঠীর মধ্যে অসংক্রামক রোগ প্রতিরোধ, সময়মতো নির্ণয় ও অসংক্রামক রোগ ব্যবস্থাপনা। ‘বিগফোর’ উদ্যোগে যে চারটি রোগের কথা বলা হয়েছে, সেগুলো হলো ডায়াবেটিস, ক্যানসার, কার্ডিওভাসকুলার এবং ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস (কোভিড-১৯ সংক্রান্তসহ)। এভারকেয়ারের পক্ষে চিফ মার্কেটিং অফিসার ভিনয় কাউল এবং বিজিএমইএ এর পক্ষে সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। 

সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক মোঃ মহিউদ্দিন রুবেল, পরিচালক তানভীর আহমেদ, সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন এবং এভারকেয়ারের পক্ষ থেকে এ এম আবুল কাসেম রনি, ডিজিএম, কর্পোরেট মার্কেটিং ও মোঃ ইফতেখার হোসেন, এ্যাসিস্টেন্ট ম্যানেজার। 

“বিজিএমইএ এর সাথে এমন একটি গুরুত্বপূর্ন উদ্যোগে কর্মক্ষেত্রে স্বাস্থ্য উদ্যোগে সহযোগিতা করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি। এভারকেয়ার বিশ্বাস করে, এই সহযোগিতা কর্মজীবি জনগোষ্ঠীর একটি বড় অংশের স্বাস্থ্যগত আচরনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে এবং একটি স্বাস্থ্যবান জাতি গঠনে সহায়তা করবে।” এভারকেয়ারের পক্ষ থেকে একথা বলেন ভিনয় কাউল। 

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, “এভারকেয়ারের সাথে এই উদ্যোগের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বিজিএমইএ এর সদস্যগন ও তাদের পরিবারদের জন্য স্বাস্থ্যসেবা পাওয়ার পথ সুগম করবে ও তাদের স্বাস্থ্যের উন্নয়নে সহায়তা করবে।” 

সাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এভারকেয়ার হাসপাতাল ঢাকা ও এভারকেয়ার হাসপাতাল চট্রগ্রাম বিজিএমইএ এর সদস্য প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তা ও কর্মকর্তা-কর্মচারীদেরকে (প্রযোজ্য ক্ষেত্রে) স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর মধ্যে সময়মতো ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থাকবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]