প্রকাশ: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৬:১৯ পিএম | অনলাইন সংস্করণ
করোনাকালে উর্ধ্বমূখী সংক্রমণের মধ্যেই একদিনে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ২৯৫ জন রোগী।
বুধবার (০১ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৯৫ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪৫ জন ঢাকার বাইরের এবং বাকি ২৫০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ১৫৬ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ১৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৪১ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৬৫১ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯ হাজার ৪৪৭ জন।
এরাআগে মঙ্গলবার (৩১ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল আরও ২৬৬ জন রোগী।
সোমবার (৩০ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল আরও ২৩৩ জন রোগী।
রবিবার (২৯ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল আরও ২৫২ জন রোগী। শনিবার (২৮ আগস্ট) বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল আরও ২৬৫ জন রোগী।
ভোরের পাতা/কে