গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ জন।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিভাগে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬৪ জন আছেন। এছাড়া মৌলভীবাজারে ১৮, সুনামগঞ্জে ৫ ও হবিগঞ্জে ২ জন শনাক্ত হয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনই সিলেট জেলার বাসিন্দা।
এখন পর্যন্ত বিভাগে মোট ৫২ হাজার ৯৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সিলেট জেলার বাসিন্দা আছেন সর্বোচ্চ ৩২ হাজার ৬৭৩, সুনামগঞ্জের ৬ হাজার ৯০, হবিগঞ্জের ৬ হাজার ৪৫৭ ও মৌলভীবাজারের ৭ হাজার ৭৬৩ জন।
এদিকে বিভাগে এখন পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৭৫ জনের মধ্যে সিলেট জেলায় ৮৮৫, সুনামগঞ্জে ৭২, হবিগঞ্জে ৪৬ ও মৌলভীবাজারে ৭২ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩২০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৭৯৮ জন।