বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪ ১৩ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
৫ বছর আগেও বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন পাইলট নওশাদ
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ২:৩০ পিএম | অনলাইন সংস্করণ

মাস্কাট থেকে ঢাকায় আসার পথে মধ্য আকাশেই হার্ট অ্যাটাক। তারপরও পেশাগত দক্ষতা আর কর্তব্যবোধ ভুলে যাননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। ভারতের নাগপুরে জরুরি অবতরণ করে, যাত্রীদের রেখেছেন অক্ষত। শুধু এইবারই নয়, পাঁচ বছর আগেও একবার বিচক্ষণ এই পাইলট ক্ষতিগ্রস্ত চাকা নিয়ে ওমান থেকে ঢাকায় জাহাজ নামিয়েছিলেন নিরাপদে। পেয়েছেন আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাও।

শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের মাস্কাট থেকে ঢাকায় যাত্রা করে বিমানের বোয়িং সেভেন থ্রি সেভেন। মাঝ আকাশে অসুস্থ হন পাইলট নওশাদ। বিমানে যাত্রী ১২৪। তার উপর দায়িত্ব পুরোটাই। তাই হার্ট অ্যাটাকের পরেও কর্তব্য ভোলেননি। 

জরুরি অবতরণের অনুমতি চাইলেন কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলে। সেখানে সবুজ সংকেত না পেয়ে নিরাপদেই উড়োজাহাজ নামান নাগপুর বিমানবন্দরে। পরে সব যাত্রী নিরাপদে ফেরেন ঢাকায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রাত ১২:৫৫ মিনিটে আমাদের উদ্ধারকারী সদস্যরা ১২৪ জন যাত্রীসহ বিমানটি নিয়ে আসে। যাত্রীরা সবাই ভালো আছে। রাতে তাদেরকে আমাদের তদারকিতে হোটেলে রাখা হয়েছে।

বিমানের এই পাইলট আগেও পেশাগত দক্ষতার নৈপুন্য দেখিয়েছেন। পাঁচ বছর আগেও তার বিচক্ষনতায় দেড়শ যাত্রীর জীবন রক্ষা পেয়েছে। ফেঁটে যাওয়া চাকা নিয়ে ওমান থেকে নিরাপদে এসেছিলেন ঢাকায়। যার স্বীকৃতিও দিয়েছিলো আন্তর্জাতিক পাইলট অ্যাসোসিয়েশন।

পাইলট নওশাদ আতাউল কাইউম এখন আছেন ভারতের মহারাষ্ট্রের নাগপুরের হোপ ইন্টারন্যাশনাল হাসপাতালে। এনজিওগ্রাম হয়েছে তার। নওশাদ আতাউল কাইয়ুম ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্ম গ্রহণ করেন। ২০০২ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যোগ দেন।

এদিকে তার উন্নত চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন  প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

শনিবার (২৮ আগস্ট) বিমানের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের খোঁজ নেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপ করে  সহযোগিতার আশ্বাস দেন।

মো. মাহবুব আলী বলেন, ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মত দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ।  ঢাকায় ফেরার পথে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন। তার চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্বক্ষণিক তদারকি করছে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]