প্রকাশ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১:৪২ পিএম আপডেট: ২৮.০৮.২০২১ ১:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার পর সিরিজ বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর- রয়টার্স।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ।
তিনি বলেন, বৃহস্পতিবার জাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে।
তিনি আরও বলেন, প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
সামরিক ঘাঁটিতে আগুন লাগার পরপরই কর্তৃপক্ষ কয়েকশ লোককে আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেয়।
কাজাখস্তানের সবচেয়ে বড় শহর অ্যালম্যাটির সঙ্গে জাম্বিল প্রদেশের মূল সংযোগ সড়কটিও বন্ধ করে দেওয়া হয়েছিল।