প্রকাশ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ১০:২০ এএম | অনলাইন সংস্করণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ওই হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭৫ জনের নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন দেড় শতাধিক। খবর: আল-জাজিরা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দেশত্যাগের জন্য বিমানবন্দরের বাইরে যখন হাজার হাজার আফগান নাগরিক অবস্থান করছিলেন তখন বিমানবন্দরের অ্যাবে গেটের বাইরে একটি আত্মঘাতী বোমা হামলা হয়। এ সময় সেখানে প্রায় চার থেকে পাঁচশ মানুষ ছিলেন। প্রথম বিস্ফোরণের পর দূর থেকে গুলি চালায় আরেক হামলাকারী। এর কিছুক্ষণ পরই নিকটবর্তী ব্যারন হোটেলের বাইরে আরেকটি বিস্ফোরণ ঘটে।
এরই মধ্যে ওই হামলার দায় স্বীকার করা জঙ্গি গোষ্ঠী আইএস-কের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে হামলার পরিকল্পনাকারীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটি।
হামলার ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট হামলাকারীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেন, 'হামলাকারীদের খুঁজে বের করা হবে এবং কঠোর মূল্য দিতে হবে'। প্রেসিডেন্টের হুঁশিয়ারির পরই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালালো যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ১৪ আগস্ট থেকে এখন পর্যন্ত লাখের বেশি মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে। কাবুল বিমানবন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলছে এখনও। এরইমধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ লোকজন সরিয়ে নেওয়ার কাজ সমাপ্তি ঘোষণা করেছে।