প্রকাশ: শনিবার, ২৮ আগস্ট, ২০২১, ২:০৩ এএম | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লইস্কা বিলে যাত্রীবাহী নৌকায় বালুবোঝাই ট্রলারের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
তবে নিহত ১৮ জনের নাম পরিচয় জানা গেছে।
তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউপির চিলকুট গ্রামের আবদুল্লাহর মেয়ে তাকুয়া, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউপির ফতেহপুর গ্রামের জহিরুল হক ভূঁইয়ার ছেলে আরিফ বিল্লাহ ওরফে মামুন ভূঁইয়া, একই ইউপির গেরারগাঁও গ্রামের মালু মিয়ার স্ত্রী মঞ্জু বেগম, একই গ্রামের জজ মিয়ার স্ত্রী ফরিদা বেগম, তার মেয়ে মুন্নী, নূরপুর গ্রামের আবদুর রাজ্জাক ওরফে মন মিয়ার স্ত্রী মিনারা বেগম, আদমপুর গ্রামের পরিমল বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস, তার মেয়ে ত্রিদিবা বিশ্বাস, গেরারগাঁওয়ের আবদুল হাসেমের স্ত্রী কমলা বেগম ওরফে রওশন আরা, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দক্ষিণ পৈরতলার আবু সাঈদের স্ত্রী মোমেনা বেগম, পৌর এলাকার উত্তর পৈরতলার ফারুক মিয়ার স্ত্রী কাজলা বেগম, পৌর এলাকার দাতিয়ারা গ্রামের হাজী মোবাশ্বের মিয়ার মেয়ে তাসফিয়া মীম, সদর উপজেলার সাদেকপুর গ্রামের মুরাদ হোসেনের ছেলে তানভীর, একই ইউপির গাছতলা গ্রামের জামাল মিয়ার ছেলে সাজিম, সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জারু মিয়ার মেয়ে শারমীন, ময়মনসিংহ জেলার খোকন মিয়ার স্ত্রী ঝর্ণা বেগম, বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের কামাল মিয়ার মেয়ে মাহিদা আক্তার, পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের আব্দুল বারীর ছেলে সিরাজুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া এসপি মো.আনিসুর রহমান ২১ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে উপজেলার লইস্কা বিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।