মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের জাতির সামনে তুলে ধরতে হবে: ড. শ্রী বীরেন শিকদার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১১:০২ পিএম | অনলাইন সংস্করণ

আমরা অনেকদিন যাবত একটা বড় ভুলের মধ্যে বিচরণ করেছি যে, আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক সময় বলে থাকেন যে ১৯৭৫ সালের ১৫ আগস্টে কিছু বিপদ্গামি সেনা সদস্যদের দ্বারা এই হত্যাকাণ্ডটি রচিত হয়েছিল। কিন্তু সেসব সেনা সদস্যদের কি এমন দরকার ছিল যে বঙ্গবন্ধুকে সেদিন সপরিবারে হত্যা করবে। তাদের যারা পরিচালনা করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল, যারা কুশীলব ছিল তারাই মূল হত্যাকারী। এই বিএনপি যারা আজকে দেশে আইনের কথা বলে, সুশাসনের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে সেদিন তারা এই সংসদে বঙ্গবন্ধুর বিচার না হওয়ার জন্য আইন পাস করেছিল। 

দৈনিক ভোরের পাতার নিয়মিত আয়োজন ভোরের পাতা সংলাপের ৪৪৪তম পর্বে শুক্রবার (২৭ আগস্ট) এসব কথা বলেন আলোচকরা। ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-  সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী  ড. শ্রী বীরেন শিকদার, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ আহমেদ সেলিম, জার্মান আওয়ামী লীগের সিনিয়র নেতা, বাংলাদেশ কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং লেখক মায়েদুল ইসলাম তালুকদার বাবুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক তথ্য সচিব নাসির উদ্দিন আহমেদ।

ড. শ্রী বীরেন শিকদার বলেন, আজকে ভোরের পাতা লাইভ সংলাপে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভোরের পাতা কর্তৃপক্ষসহ সঞ্চালক নাসির উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দিনে আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে মহামানবের অবদানে আজ আমরা লাল সবুজের পতাকা নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৫ আগস্টের সেই কালরাতে তাঁর পরিবারের যেসব সদস্যরা শাহাদাতবরণ করেছিলেন। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ৩০ লাখ শহীদ ও ২ লাখ ইজ্জত হারা মা বোনদের। গভীরভাবে স্মরণ করি জাতীয় ৪ নেতাকে। আজকে আলোচ্য বিষয় ‘আগস্ট ট্র্যাজেডি : ষড়যন্ত্রের অন্তরালে’। এই সময়ে এই বিষয়বস্তুটা অনেক গুরুপূর্ণ বলে আমি মনে করি। কারণটা হলো আমরা অনেকদিন যাবত একটা বড় ভুলের মধ্যে বিচরণ করেছি যে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ অনেক সময় বলে থাকেন যে ১৯৭৫ সালের ১৫ আগস্টে কিছু বিপদ্গামি সেনা সদস্যদের দ্বারা এই হত্যাকাণ্ডটি রচিত হয়েছিল। কিন্তু সেসব সেনা সদস্যদের কি এমন দরকার ছিল যে বঙ্গবন্ধুকে সেদিন সপরিবারে হত্যা করবে। তাদের যারা পরিচালনা করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল, যারা কুশীলব ছিল তারাই মূল হত্যাকারী। এই হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে বিচারের জন্য আমরা ইনডেমনিটি আইন বাতিল করে তাদেরকে বিচারের আওতায় এনেছি এবং জাতীকে কিছুটা কলঙ্কমুক্ত করেছি। এই হত্যাকাণ্ডের পেছনে যারা সরাসরি জড়িত না থেকেই যারা ষড়যন্ত্র করেছিল, যারা এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল, যারা কুশীলব ছিল তাদের আসল চেহারা এখনো জাতির সামনে আসে নাই। তাদের আসল রূপ জাতির সামনে তুলে ধরা অত্যন্ত প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। তিনি সাড়ে তিন বছরের মাথায় একটি যুদ্ধবিধ্বস্ত দেশকে ধ্বংসস্তূপের মধ্য থেকে মাথা উঁচু করে দাঁড় করিয়ে সমৃদ্ধির দিকে নিয়ে যাচ্ছিলেন। তখনই তাকে হত্যা করা হয়। যে বছর তাকে হত্যা করা হয়, সে বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ এবং তখন বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার সময় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের বিচার করে শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। ইতিমধ্যে যারা পলাতক তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে। কিন্তু এই নিকৃষ্টতম হত্যাকাণ্ডের নেপথ্যে যেসব কুশীলব রয়েছে তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মকে কোনকিছুতেই অন্ধকারে রাখা যাবে না। সেজন্য তাদের স্বরূপ উন্মোচন করা উচিত বলে আমি মনে করি।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  ভোরের পাতা সংলাপ   ড. শ্রী বীরেন শিকদার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]