প্রকাশ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৮:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
প্রায় ত্রিশ বছর পূর্বে নির্মিত জেলার উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সেতু বন্ধনের আয়রণ স্ট্রাকচারের স্লাব ব্রীজটি সংস্কার না হওয়ায় বর্তমানে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে করে চরম দুর্ভোগে পরেছেন আগৈলঝাড়া উপজেলার সুন্দরগাঁও, থানেশ্বরকাঠি ও উজিরপুরের জল্লা ইউনিয়নসহ দুই উপজেলার লোকজন।
উপজেলার রত্নপুর ইউনিয়নের সুন্দারগাঁও, থানেশ্বরকাঠি গ্রামের বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় আগৈলঝাড়া সীমানার মধ্যে খালের ওপর প্রায় ত্রিশ বছর আগে আয়রণ স্ট্রাকচার স্লাব ব্রীজটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে নির্মান করা হয়। যা স্ব-নির্ভর ব্রীজ হিসেবে এলাকায় পরিচিত। নির্মাণের ৬/৫ বছর পরেই ব্রীজের স্লাব ভেঙ্গে যাওয়ায় পর্যায়ক্রমে এটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহুর্তে ব্রীজটি ধ্বসে পরার আশংকা থাকলেও দু’একজন মরনপন যুদ্ধ করে ব্রীজের র্যালিং ধরে জরুরী প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন। ব্রীজটি ধ্বসে পরে যেকোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও এলাকাবাসী আশংকা করছেন।
সরেজমিনে থানেশ্বরকাঠি গ্রামের আউয়াল হাওলাদার জানান, স্লাব ছাড়া ব্রীজে মানুষ উঠলে ডানে বামে কাত হয়ে দোল খায়। দুই উপজেলার সীমান্তবর্তী এলাকার এ ব্রীজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের কোনো মাথা ব্যথা নেই।
এ ব্যাপারে বিগত নয় বছর ধরে আগৈলঝাড়া উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী হিসেবে দ্বায়িত্বে থাকা রাজ কুমার গাইন বলেন, ব্রীজটি তিনি দেখেন নি। সরেজমিন পরিদর্শনের পর নির্মাণ বা সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের পাতা/কে