প্রকাশ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৮:০৯ পিএম আপডেট: ২৭.০৮.২০২১ ৮:১৫ পিএম | অনলাইন সংস্করণ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
দেড় হাজার টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন ঢাকার এক শিল্পপতি।
শুক্রবার (২৭ আগষ্ট) ভোরে পাবনার কাজিরহাট এলাকার জেলে পরাণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি স্থানীয় আড়তদার দুলাল মন্ডলের আড়তে আনা হলে মাছ ব্যবাসয়ী মো. চান্দু মোল্লা উম্মুক্ত নিলামের (ডাকে) মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮০০ টাকায় কিনে নেন।
পরাণ হলাদার জানান, শুক্রবার ভোর রাতে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট অদুরে চরকর্ণেশন এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে তিনি মাছটি ধরেন।
দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী-আরিফা ভান্ডারের মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিল না। সকালে দৌলতদিয়ার মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাস মাছটি দেখতে পাই। পরে নিলামের মাধ্যমে ১৪শ টাকা কেজি দরে আমি মাছটি কিনে নেই। এরপর মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক শিল্পপতির নিকট মাছটি ১৫শ টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় বিক্রি করে তার ঠিকানায় পাঠিয়ে দেই।