প্রকাশ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৪৬ জনে।
শুক্রবার (২৭ আগস্ট) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৫২৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬৪৫৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৪ লাখ ৪ হাজার ৩৭০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৮৬ শতাংশ। সুস্থতার হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ।
এরাআগে বৃহস্পতিবার (২৬ আগস্ট) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১০২ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৬৯৮ জন। বুধবার (২৫ আগস্ট) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯৬৬ জন। মঙ্গলবার (২৪ আগস্ট) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১১৪ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৫২৪৯ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
ভোরের পাতা/কে