গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন ৩০৬ জন।
শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন মৃতদের মধ্যে রংপুরের চারজন ও ঠাকুরগাঁও জেলার একজন রয়েছেন।
এ সময় ১ হাজার ৩২০ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে। এতে গাইবান্ধার ৮২ জন, রংপুরের ৫৬, দিনাজপুরের ৩৪, ঠাকুরগাঁওয়ের ২৪, লালমনিরহাটের ১৬, পঞ্চগড়ের ১৩, কুড়িগ্রামের ১৩ ০ নীলফামারী জেলার ৬ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৪৮।
নতুন পাঁচজনসহ রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৮০ জনে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দিনাজপুর। এ জেলায় সর্বোচ্চ ৩১৬ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৭৯ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। জেলা হিসেবে সবচেয়ে কম ৬২ জন মারা গেছেন লালমনিরহাটে। এ ছাড়া ঠাকুরগাঁওয়ে ২৩৭, নীলফামারীতে ৮৫, পঞ্চগড়ে ৭৪, কুড়িগ্রামে ৬৬ ও গাইবান্ধায় ৬১ জন মারা গেছেন।
গত বছরের মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ২ লাখ ৫৩ হাজার ১৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২ হাজার ৭৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৬৯৮ জন।