প্রকাশ: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১, ১:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গুলশান এভিনিউয়ে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত অভিনয়শিল্পীরা হলেন, শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এছাড়া ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, গুলশান এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ফুটপাতের একটি বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ বলেন, আহত পাঁচ জনের মধ্যে দুই জন আইসিইউতে রয়েছেন। বাকিরা সাধারন বেডে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, আইসিইউতে থাকা দু'জন হচ্ছেন অভিনেতা জোনায়েদ বোগদাদী ও শরিফুল রাজের বন্ধু নাফিজ। কেবিনে রয়েছেন বাশার, রাজ ও তুষি।
২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন নাজিফা তুষি। তিনি নিয়মিত কাজ করেন শোবিজে। তার চলচ্চিত্রে অভিষেক হয় ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে।
অন্যদিকে শরিফুল রাজ র্যাম্প ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে চলচ্চিত্রাঙ্গনে ‘আইসক্রিম’ সিনেমা দিয়ে অভিষেক ঘটে। এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছেন।
কয়েক দিন আগেই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় তাদের অভিনীত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই সিনেমায় কয়েকজন বন্ধুর সুন্দর সম্পর্ক এবং ঘুরতে গিয়ে করুণ পরিণতির গল্প তুলে ধরা হয়েছে। সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা লাভ করেছে।