গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন করোনা সংক্রমণে ও বাকি দুইজন উপসর্গে মারা গেছেন।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃতদের মধ্যে চারজনই পুরুষ ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। তাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, চাপাইনবাবগঞ্জের একজন, ও কুষ্টিয়ার একজন ছিলেন। এর মধ্যে করোনা সংক্রমণে রাজশাহীর দুইজন মারা গেছেন। অন্যদিকে উপসর্গে মারা গেছেন চাপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন।
রামেক পরিচালক বলেন, রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ৮৪ জন ও উপসর্গ নিয়ে ১০৮ জন ভর্তি রয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪ নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ৫১ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৮৩ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে।