গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুরের তোহিদা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার ফজলুল রহমান (৫০) ও জামালপুর দেওয়ানগঞ্জের মমতাজ উদ্দিন (৬৪)।
অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের পারভীন (৫০), জামালপুর সদরের রহমত আলি (৬৪) ও সাগরগঞ্জের রহমত ইসলাম (৩০)।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করেনা ইউনিটে ১৭৬ জন চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ১৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ৪২৭ নমুনা পরীক্ষা করে ৫৬ জন করোনা শনাক্ত হয়েছেন।