আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ বিস্ফোরণে বেশ কয়েকজন আফগান আহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
তবে কারা এই হামলা চালিয়েছে তাও নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, বিমানবন্দরের অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণটি ঘটেছে। সন্ত্রাসী হামলার হুমকির কারণে সতর্কতার কারণে বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি অ্যাবে গেট। দেশ ছাড়তে মরিয়া হাজারো আফগান এখানে অবস্থান করছেন।
বর্তমানে যুক্তরাষ্ট্র কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সেখানে পাঁচ হাজার ৮০০ মার্কিন সেনাকে সহায়তা করছে এক হাজারের বেশি ব্রিটিশ সেনা।
অন্যদিকে, বিমানে বন্দরে যাওয়ার পথেও মানুষ হামলার শিকার হতে পারে বলে সতর্ক করেছেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।