প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৮:০৩ পিএম | অনলাইন সংস্করণ
মোংলা উপজেলার দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থসহ ত্রান সামগ্রী বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
এ সময় মসজিদ, মন্দির ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে আর্থিক সহায়তা হিসেবে টিআর/কাবিটার ডিও, ঢেউটিন, সেলাই মেশিন, পানির ট্যাঙ্কি, ক্রিড়া সামগ্রী, ত্রাণ সহ গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রনালয়ের অধীনে ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল ১০ টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, উপজেলা আ'লীগের সভাপতি বাবু শুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ইসরাত জাহান, মোংলা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার, গাজি আকবর হোসেন, শেখ কবির উদ্দিন, মোল্লা তারিকুল ইসলাম সহ সরকারি কর্মকর্তা কর্মচারি, দলীয় নেতৃবৃন্দ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভোরের পাতা/কে