প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ৪:২৬ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম নগরীর চশমা খালে পড়ে নিখোঁজ হয়েছেন ছালেহ আহমেদ নামে এক পথচারী। গত ২৪ ঘণ্টায় খালের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। এখনো অব্যাহত উদ্ধার তৎপরতা।
বুধবার সকালে নগরীর মুরাদপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পা পিছলে চশমা খালে পড়ে মুহূর্তের মধ্যে তলিয়ে যান ছালেহ আহমেদ। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে খাল, নালা ও রাস্তা একাকার হয়ে যায়।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের ম্যানেজার মো. শফিকুল ইসলাম বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে খালের সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এরপরও খোঁজ পাওয়া যায়নি। ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা কম। যেকোনো সময় লাশ ভেসে উঠতে পারে। এ কারণে খালের বিভিন্ন অংশে নজর রাখা হয়েছে।
ছালেহ আহমেদ নগরীর চকবাজার এলাকায় ব্যবসা করতেন। তার বাসা একই এলাকায়। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরিফে যাওয়ার জন্য মুরাদপুরে এসেছিলেন। ওখান থেকে বাসে করে দরবার শরিফে যাওয়ার কথা ছিল।