প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ২:৩৫ এএম | অনলাইন সংস্করণ
ফরিদপুরে সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় দুই শিক্ষক নিখোঁজ রয়েছেন। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যার কিছু আগে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ওই দুই শিক্ষক হলেন সারদা সুন্দরী গার্লস স্কুলের শিক্ষক আজমত হোসেন ও হাইস্কুলের শিক্ষক আলমগীর হোসেন।
ট্রলারডুবি থেকে তীরে উঠে আসা শিক্ষক আবুল হাসান জানান, আজ বিকেল ৪টার দিকে খলিল মণ্ডলের হাট এলাকা থেকে শহরের সাতটি স্কুলের ১৫ জন শিক্ষক বন্যা দেখতে ট্রলার ভাড়া করে বের হন। এরপর সিঅ্যান্ডবি ঘাট এলাকায় পর্যন্ত এসে আবার ফিরে যাওয়ার সময় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পাশে থাকা একটি বড় কার্গো জাহাজের নিচে চলে যায়। এ সময় ট্রলারটিতে থাকা ১৫ জন শিক্ষকের মধ্যে ১৩ জন শিক্ষক তীরে উঠতে পারলেও দুই শিক্ষক উঠতে পারেনি।
আবুল হাসান আরও বলেন, ‘পদ্মায় স্রোত অনেক বেশি থাকায় আমিসহ অনেকে ভেসে যায়। ধারণা করা হচ্ছে তারা হয়তো স্রোতে ভেসে গেছেন।’
আরেক শিক্ষক ও বাসসের প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিম বলেন, ‘আমরা শিক্ষকরা মূলত ঘোরাঘুরি এবং একইসঙ্গে আমি বন্যার নিউজ করার জন্য বের হয়েছিলাম। পদ্মার এই প্রান্ত থেকে ঘুরে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। এখানে থাকা অনেকে আমাদের উদ্ধারের জন্য চেষ্টা করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ জানাই।’