প্রকাশ: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ৩:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
বিশ্বের নিরাপদ শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দাঁড়িয়েছে ৫৪তম। অর্থাৎ অনিরাপদ শহরের তালিকায় ঢাকার অবস্থান সপ্তম।
দ্য ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিটের ‘সেইফ সিটি ইনডেক্স’-এ উঠে এসেছে এমন তথ্য।
২০২১ সালের সূচকে ৪৮ দশমিক ৪ স্কোর নিয়ে ৬০টি নগরীর মধ্যে ৫৪তম স্থানে রয়েছে ঢাকা।
মোট ৭৬টি নিয়ামকের ভিত্তিতে এই তালিকার ক্রম সাজানো হয়েছে। এর মধ্যে অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত ও পরিবেশগত সুরক্ষা এবং ডিজিটাল পরিস্থিতির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, এই নিয়ামকগুলোর দুর্বল অবস্থানের ফলেই তালিকার একেবারে নিচের দিকে এসেছে ঢাকার নাম।
৮২ দশমিক ৪ স্কোর নিয়ে তালিকার প্রথমেই রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নাম। দ্বিতীয় অবস্থানে রয়েছে কানাডার টরোন্টো। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর, সিডনি ও টোকিও। শীর্ষ দশে থাকা বাকি শহরগুলো হচ্ছে যথাক্রমে আমস্টারডাম, ওয়েলিংটন, হংকং, মেলবোর্ন ও স্টকহোম।
সূচকে সবার নিচে, অর্থাৎ ৬০ তম স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুনের নাম। ঢাকার নিচে থাকা বাকি শহরগুলো হচ্ছে যথাক্রমে ক্যাসাব্ল্যাঙ্কা, লাগোস, কায়রো, কারাকাস ও করাচি। ভারতের দিল্লি ও মুম্বাই রয়েছে যথাক্রমে ৪৮ ও ৫০ নম্বরে।
সামগ্রিক সূচকে ৫৪তম স্থানে থাকলেও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার অবস্থান ৫৬তম। স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ৫২তম, অবকাঠামোর ক্ষেত্রে ৫৫তম, ব্যক্তি নিরাপত্তার ক্ষেত্রে ৫৪তম এবং পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে ঢাকার অবস্থান ৪৭তম।