জাপানের কাছে তেল বিক্রির কমপক্ষে ৩০০ কোটি ডলার পাবে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তা আটকে আছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী গত রোববার তেহরান সফরে গেলে ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাওনা ৩০০ কোটি ডলার ছাড়ের তাগিদ দেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী তশিমিৎসু মতেগি রোববার দুদিনের সফরে তেহরান পৌঁছান।
২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ছয় দেশ ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করে। ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে ইরানের বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশের ব্যাংকে আটকা পড়ে।