প্রকাশ: বুধবার, ২৫ আগস্ট, ২০২১, ১১:০৪ এএম | অনলাইন সংস্করণ
করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দেশে দেশে চলছে টিকাদান। কিন্ত এখনো স্বস্তিতে নেই বিশ্ববাসী। এরই মধ্যে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২১ কোটি ৪০ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৫ লাখের বেশি মানুষ।
করোনা সংক্রমণের তথ্য সরবরাহ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ কোটি ৪০ লাখ ৭ হাজার ৮৩৩ জন। মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৬৫ হাজার ৫৪৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ কোটি ১৫ লাখ ৬ হাজার ৩৩৭ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৯ লাখ ৬৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে ৬ লাখ ৪৮ হাজার ১৬১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ৬ লাখ ১৮ হাজার ৬৪৪ জন।
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ১১ হাজার ৩৭০ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ৭৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৬২৬ জন।
সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৬ লাখ ১৫ হাজার আটজন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ৭৫ হাজার ৮২৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৮৪৩ জন।
সংক্রমণের তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি।
সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৫ হাজার ৫১৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি। এরপর ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।