প্রকাশ: বুধবার, ২১ জুলাই, ২০২১, ৭:২৮ পিএম | অনলাইন সংস্করণ
নিষ্ঠুর ও নির্মম নির্যাতনে হত্যার শিকার সরিষামুড়ি ইউনিয়ন যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আনোয়াারুল ইসলাম টিটুর লাশ মর্গে থেকে পাঠানোর পর মঙ্গলবার (২০ জুলাই) বিকেল চারটায় তাদের পারিবারিক কবরে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।
ভোড়া গ্রামে তার নামাজের জানাজা শেষ হয়। এ সময় গ্রামবাসীরা তার এ নিষ্ঠুর হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চেয়ে আর যাতে মানুষরূপী নরপশুর হাতে কোন মায়ের কোল খালি না হয় এ দাবি করেন। তবে এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
রাজনৈতিক সহিংসতার জের ধরে এ হত্যাকান্ডের প্রায় দুই দিন পেরিয়ে গেলেও পরিবারে এখনও শুধুই আহাজারি। প্রিয় স্বামীকে হারিয়ে স্ত্রী শিল্পী বেগম ও আদরের সন্তানরা বাবাকে হারিয়ে বারবার শোকে মূর্ছা যাচ্ছেন । তাদের আহাজারি দেখে এলাকাবাসীও ধরে রাখতে পারছেন না চোখের পানি। সোমবার (১৯জুলাই) দুপুর সারে বারোটার দিকে তাকে হত্যা করা হয়।
আনোয়াারুল ইসলাম টিটু সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী শরীফের ঘনিষ্ঠজন ছিল। বর্তমান চেয়ারম্যানের সাথে ইউসুফ শরীফের বিরোধ চলছে দীর্ঘদিন। ওই দিন বেতাগী থেকে মোটরসাইকেল করে গ্রামে ফিরছিলেন টিটু। পথে ২-৩টি মোটরসাইকেল নিয়ে বর্তমান চেয়ারম্যান ইমাম হাসান শিপন জোমাদ্দারের ভাই মো: টিটু জোমাদ্দারসহ তার লোকজন ধাওয়া করে তাকে বরগুনার গৌরিচন্না এলাকায় নিয়ে আসে। পরে টিটুকে বহনকারী মোটরসাইকেল চালক গাড়ি রেখে পালিয়ে গেলে হামলাকারীরা টিটুকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চলে যায় বলে জানায় নিহতের স্ত্রী ও শ্যালক।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখাওয়াৎ হোসেন তপু জানান, এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
ভোরের পাতা/কে