প্রকাশ: শনিবার, ১৭ জুলাই, ২০২১, ৯:২৬ পিএম | অনলাইন সংস্করণ
রেলওয়ে ট্রেনের নিচে কাটাপড়ে তিন খন্ড হয়ে ঘটনাস্থলেও নিহত হয়েছেন মা। গুরুতর আহত হয়েও অলৌকিকভাবে বেঁচে গেল মায়ের কোলে থাকা ২২ মাসের কন্যা শিশু।
গুরুতর আহত শিশুটিকে বৃহস্প্রতিবার রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার দুপুর পোনে ২টার দিকে। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর রেলওয়ে রেলক্রসিং এলাকায়। হৃদয় বিদারক এ ঘটনাটি জানতে পেরে ময়মনসিংহের জেলা প্রশাসক ডিসি এনামুল হক অজ্ঞাত এই শিশুটির চিকিৎসাসহ প্রয়োজনীয় সকল দায়িত্ব নেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকসহ জেলা প্রশাসকের কার্যালয়ে একাদিক কর্মকর্তা একাধিকবার হাসপাতালে শিশুটিকে দেখতে যান। প্রতিনিয়ত অবস্থা মনিটরিং করছেন।
এ বিষয়ে হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন জানান, শিশুটির সিটি স্ক্যান করা হয়েছে। ব্লাড ও স্যালাইন দেয়া হচ্ছে। জ্ঞান এখনো ফিরেনি। বাচ্চাটির বুকের ৮টি হাড় ভেঙ্গে গেছে, অবস্থা সংকটাপন্ন। ডিসি এনামুল হক স্যারের নির্দেশে নিয়মিত বাচ্চাটিকে দেখাশোনা করা হচ্ছে। ময়মনসিংহ রেলওয়ে জি আরপি থানা পুলিশও সার্বক্ষণিক শিশুটির পাশে থেকে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ জানান, ট্রেনে কাটা পড়ে নিহত মা ও আহত শিশুটির পরিচয় জানা গেছে। নিহত গৃহবধু আকলিমা খাতুন (২৬) ভৈরব উপজেলার কুলিয়ার চড় আহম্মদপুর এলাকার এবাদত শেখের মেয়ে।
এ বিষয়ে শনিবার বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, কিছুক্ষন আগে নিহত গৃহবধুর বাবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জেলা প্রশাসক এনামুল হক স্যার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষনিক কথা বলে যাচ্ছেন। সংশ্লিষ্ট ডাক্টারদের সাথে পরামর্শ করা হচ্ছে শিশুটিকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে রেফার করা হতে পারে। অপারেশন করতে পারে।