প্রকাশ: বুধবার, ১৪ জুলাই, ২০২১, ২:২৫ পিএম | অনলাইন সংস্করণ
কয়েকদিন আগেই দেশকে জিতিয়েছেন কোপা আমেরিকার শিরোপা। এই জয়ের পর পরিবারের সঙ্গে স্পেনে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল লিওনেল মেসির। কিন্তু বোমাতঙ্কে তার সে যাত্রা পিছিয়ে গেছে। আর্জেন্টিনার রোজারিয়ো বিমানবন্দরের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
মেসি বিমান ধরার কয়েক ঘণ্টা আগে এক ব্যক্তি দাবি করে বসেন যে, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা রয়েছে! সঙ্গে সঙ্গে বিমানবন্দর খালি করে দেওয়া হয়। বাতিল করে দেওয়া হয় একাধিক ফ্লাইট। এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে যদিও। কিন্তু বোমার খবরটি সত্যিকার অর্থেই সত্যি ছিল কিনা, সেটি জানা যায়নি।
রোজারিয়ো বিমানবন্দর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ বোমা আতঙ্কের কারণে বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দর খালিও করে দেওয়া হয়।'
পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে এলেও আতঙ্কের কারণে মেসির স্পেন যাত্রা পিছিয়ে গেছে। নিরাপত্তার কারণে আপাতত রোজারিয়োতেই থাকছেন এই তারকা।
ভোরের পাতা/ই