প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮:৩০ পিএম | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়িসহ আব্দুস সাত্তার (৩৮) নামের একজনকে আটক করেছে র্যাব।
সোমবার বিকেলে র্যাব-১৪'র সিনিয়র এএসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয় র্যাব-১৪'র অভিযান সুত্র জানায়, আব্দুস সাত্তার নামে এক ডিলার নকল বিড়ি গফরগাঁও উপজেলার পাগলা থানার দত্তের বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছে। এমন সংবাদ পেয়ে র্যাব-১৪'র একটি দল অভিযান চালিয়ে ২ লাখ ১০ হাজার বিড়িসহ
আব্দুস সাত্তারকে আটক করে।
পরে তার দেখানো তথ্যের ভিত্তিতে ওই বাজারে বড় বড় ৯ টি দোকানে অভিযান চালিয়ে আরও ১ লাখ ৭০ হাজার শলাকা জনতা বিড়ি, দিলিপ বিড়ি, কৃষক বিড়ি উদ্ধার করেন।
অভিযান শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা নকল বিড়ি ব্যবসায়ী আব্দুস সাত্তারের জামিনদার হয় এবং নকল বিড়ি করবে না অঙ্গীকার করলে তাকে ছেড়ে দেয়া হয়।
ভোরের পাতা/পি