প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৮:১১ পিএম | অনলাইন সংস্করণ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরের দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ওই অটোরিকশার চালক আহত হয়েছেন।
নিহতরা হলেন- জেলার মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের আবুল কালাম (৪৫), একই উপজেলার রায়তলা গ্রামের লিটন মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৩০) এবং ছালিয়াকান্দি গ্রামের বাবুল মিয়া (৪০)।
বিকেলে এ তথ্য নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মৃদুল কান্তি। তিনি বলেন, মহাসড়কের চরবাকর এলাকায় মুরাদনগরগামী যাত্রীবাহী অটোরিকশাকে পেছন দিক থেকে আসা মালবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায়। অপর দুইজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এসআই মৃদুল কান্তি।
ভোরের পাতা/পি