প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ৭:১৫ পিএম আপডেট: ১৩.০৭.২০২১ ৭:২৩ পিএম | অনলাইন সংস্করণ
দেশে মহামারী করোনা পরিস্থিতি কথা বিবেচনায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দুই মাস পিছিয়ে আগামী পহেলা অক্টোবর শুরু হবে। চলতি মাসের ৩১ জুলাই এ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এসব তথ্য নিশ্চিত করেন।
পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ (ক ইউনিট), ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট সাধারণ) ৯ অক্টোবর হবে।
বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমতউল্লাহ জানান, এছাড়া অনুষ্ঠিত সভায় সাত কলেজ, অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ও গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের বিষয়টি সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে বিভিন্ন অনুষদের ডিনরা।
এর আগে ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছিল।
ভোরের পাতা/কে