প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১১:১৪ এএম | অনলাইন সংস্করণ
কোপা আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি। আগামী ১১ জুলাই দেশের জার্সিতে ফাইনালের মঞ্চে প্রথমবারের মতো দেখা হবে দুই লাতিন জাদুকর মেসি ও নেইমারের।
সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। খেলার গতিপ্রকৃতিতেই দুই দলের মানের পার্থক্য ছিল স্পষ্ট। নেইমার, রিচার্লিসন, পাকেতাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় লাগছিল পেরুকে। কিন্তু এত কিছু করেও গোল মাত্র একটাই।
এনন ঘটনার পেছনে প্রথম কারণ পেরুর গোলকিপারের লড়াই, আরও এক কারণ ব্রাজিলিয়ানদের গোলের সুযোগ নষ্ট করা। সেইমিফাইনালের ওই ম্যাচে পেরুর গোলকিপার পেদ্রো অন্তত দুইটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। অবশেষে ৩৫ মিনিটে গোল আসে। গোলদাতা পাকেতা হলেও আসল কারিগর সেই নেইমার জুনিয়র। একাই পেরু রক্ষণকে কাটিয়ে পাকেতাকে বল সাজিয়ে দেন তিনি। এরপর আর কোনও ভুল করেননি পাকেতা।
ফাইনালে ওঠায় পৃথিবী জুড়ে ব্রাজিল সমর্থকরা খুশি হলেও চিন্তা রয়ে যাচ্ছে ব্রাজিল দলের ফিনিশিং নিয়ে। ইতোমধ্যে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে জিততে হলে এমন গোলের সুযোগ নষ্ট করলে চলবে না, তা ভাল করেই জানেন ব্রাজিলের কোচ তিতে।
আর্জেন্টিনা গোলরক্ষক মার্টিনেজের বীরত্ব দেখে বিস্মিত ও মুগ্ধ তারাও। সেলেকাওরা বুঝতেই পারছেন, শুধু গোলমুখ বরাবর শট নিয়ে নিলেও হবে না। তা হতে হবে নিখুঁত ও দুর্দান্ত গতির। আর্জেন্টিনাকে হারাতে ফরোয়ার্ড ও মিডফিল্ডারদের সেরাটা দিয়েই খেলতে হবে।
সেই সাথে উল্টো বড় ধাক্কা খেল ব্রাজিল। দুঃসংবাদ শুনলেন কোচ তিতে।
টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিটদের নিয়মিত একাদশের খেলোয়াড় গ্যাব্রিয়েল জেসুসকে ফাইনালেও পাবে না ব্রাজিল।
চিলির বিপক্ষে ম্যাচে এক ফাউলের অপরাধে পুরো কোপা আমেরিকা থেকেই নিষিদ্ধ হয়ে গেছেন জেসুস।
কোপার আয়োজক সংস্থা কনমেবলের ডিসিপ্লিনারি কমিটি, কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখা জেসুসকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। যে কারণে পেরুর বিপক্ষে সেমিফাইনালে খেলা হয়নি তার। এবার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে তাকে।
জানা গেছে, শুধু দুই ম্যাচের নিষেধাজ্ঞাই নয়, পাশাপাশি ৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ২৩ হাজার টাকার বেশি) জরিমানাও করা হয়েছে জেসুসকে।
ভোরের পাতা/কে