শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ ১৪ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আড়াই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের প্রাণ গেল করোনায়
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১:৪৮ এএম | অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ৮০ বছর বয়সী আব্দুল আজিজ শেখ মারা যান। আর বিকেল চারটার দিকে মারা যান তার ছেলে মতিয়ার রহমান মতি।

মৃতরা কুষ্টিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আড়ুয়াপাড়ার শহীদ ইয়াকুব আলী সড়কের বাসিন্দা। আব্দুল আজিজ শেখ চার ছেলে ও দুই মেয়ের বাবা ছিলেন। তার বড়বাজার এলাকায় আল-আমীন হোটেল রয়েছে। সেই হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করতেন মতি। তার একটি কলেজ পড়ুয়া মেয়ে রয়েছে।

মৃতদের স্বজনরা জানান, পয়লা জুলাই বাবা ও ২ জুলাই ছেলে করোনায় আক্রান্ত হন। বুধবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বাবা ও বিকেলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়।

মতির ভাই সাইদুর রহমান জানান, দুই সপ্তাহ আগে তার বাবার ঠাণ্ডা, জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। গত সপ্তাহে তার করোনা পরীক্ষা করালে পজিটিভ আসে। পরদিন তার ভাই মতিও করোনায় আক্রান্ত হন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও মতিকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বাবা ও বিকেলে মারা যান ভাই।

স্থানীয় কাউন্সিলর সাবাউদ্দিন সওদাগর বলেন, আড়াই ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। পরিবারের দুই সদস্যকে হারিয়ে অন্য সদস্যরা বারবার মূর্ছা যাচ্ছেন।

ভোরের পাতা/পি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  বাবা   ছেলে    করোনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]