প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১:৩৬ এএম | অনলাইন সংস্করণ
মেরী সাইমন নামের একজন আদিবাসী মহিলাকে মঙ্গলবার (৬ জুলাই) কানাডার ৩০তম গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সুপারিশ অনুসারে কানাডার হেড অব স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের এ নিয়োগ অনুমোদন করেছেন।
যে আদিবাসী মানুষকে পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, ১৫৪ বছর পর তার চাকা উল্টে গিয়ে আদিবাসীদের সঙ্গে কানাডিয়ানদের সম্পর্ক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজ কুইকের "কানাডিয়ান মিউজিয়াম অব হিস্ট্রি গ্যাটিনিউর"-এ এই ঘোষণা দেন এবং বলেন, দ্বিতীয় রানী এলিজাবেথ এই অ্যাপয়েন্টমেন্টকে অনুমোদন দিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, আমাদের উচ্চপদে মিস সিমনের মতো আরও নেতাদের দরকার। সত্যিকারের সমস্যাগুলো গ্রহণ এবং ইতিবাচক পরিবর্তন আনার অর্থ যা তারা বোঝেন। ট্রুডো মঙ্গলবার এ ঘোষণায় বলেন, আজ ঠিক এটিই আমাদের এখানে এনেছে।
ভোরের পাতা/পি