প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১:২৮ এএম | অনলাইন সংস্করণ
চলতি সপ্তাহ জুড়ে সার্জিও রামোসকে নিয়ে একটি খবর ঘুরপাক খাচ্ছিল, তিনি প্যারিস সেন্ত জার্মেইর সঙ্গে কথা বলছেন। বুধবার (৭ জুলাই) তাকে দেখা গেলো প্যারিসে। ঘণ্টা খানেকের মধ্যে খবর ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি করে ফেলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক।
স্প্যানিশ এই সেন্টার ব্যাককে ফ্রি ট্রান্সফারে দলে ভেড়ালো পিএসজি। গত ৩০ জুন রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হয় তার। তারপর থেকে ফ্রি এজেন্ট ছিলেন তিনি। এক সপ্তাহ না যেতেই দল পেয়ে গেলেন রামোস। পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি তিনি করেছেন বলে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে। তার উদ্ধৃতি দিয়ে পিএসজি জানিয়েছে, ‘আমার জন্য পিএসজিতে চার নম্বর জার্সি পরা দারুণ সুযোগের ব্যাপার।’
গত মাসের মাঝামাঝি সময়ে ৩৫ বছর বয়সী ডিফেন্ডার জানান, তিনি আর রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করছেন না। তাতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন রামোস। ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেন তিনি। পাঁচটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ জেতেন।
ভোরের পাতা/পি