প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১, ১২:৪৬ এএম | অনলাইন সংস্করণ
দেশে করোনার টিকাদান নিবন্ধন বাড়ানোর লক্ষ্যে নতুন একটি ফিচার চালু করেছে ইমো। অ্যাপটিতে যুক্ত করেছে ‘কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট’ ফিচার। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
ইমোর নতুন ফিচারটির উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশিদের জন্য অনলাইন টিকার নিবন্ধন প্রক্রিয়ার জটিলতা কমানো। টিকা নেয়ার উপযুক্ত ব্যবহারকারীদের এই ফিচার রি-ডাইরেকশনের মাধ্যমে সুরক্ষা ওয়েবসাইটে নিয়ে যাবে। তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে ও তারা যে হাসপাতালে টিকা নিতে ইচ্ছুক, তা নির্বাচনে উদ্বুদ্ধ করবে। এরপর নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসএমএসের মাধ্যমে টিকা নেয়ার সময় এবং তারিখ জানিয়ে দেওয়া হবে।
ইমোর নতুন ফিচারটি পাওয়া যাবে অ্যাপের ‘Explore’ ট্যাবের ‘কোভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েন্টমেন্ট’ নামে। সেখানে ক্লিক করে ব্যবহারকারীরা তাদের স্বাচ্ছন্দ্যের জন্য কি করতে হবে তার টিউটোরিয়ালও পাবেন, যেখানে দেখানো হয়েছে কীভাবে ধাপে ধাপে নিবন্ধন করা যাবে।
বৈশ্বিক মহামারি শুরুর পর থেকে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ইমো। গত বছর প্রবাসী বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে অ্যাপের ভেতর বাংলায় নির্দিষ্ট হটলাইন চালু করে জনপ্রিয় এ অ্যাপটি। হটলাইনগুলো তাদের বাংলাদেশি ডাক্তারদের সঙ্গে সংযুক্ত করেছে।
বর্তমানে কোভিড-১৯ টিকা পেতে অনলাইনে নিবন্ধন করেছেন মাত্র ৭২ লাখের বেশি মানুষ, যা পরিকল্পিত জনসংখ্যার খুবই অল্প। তবে সাম্প্রতিক সময়ে দেশে আরো টিকা এসেছে ও টিকা দেওয়ার জন্য ন্যূনতম বয়সের সীমা কমিয়ে ৩৫-এ নামিয়ে আনা হয়েছে, যা টিকা গ্রহীতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে। ইমো আশা করছে তারা তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে অবশিষ্ট অনিবন্ধিত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারবে।
ভোরের পাতা/পি