মাগুরায় লকডাউনের ৭ম দিনে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের কার্যক্রম জোরদার
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ১১:০১ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরায় করোনা সংক্রমন রোধে সরকারের ঘোষিত লকডাউনের আজ সপ্তম দিন। কঠোর লকডাউন বাস্তবায়নে সেনা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়ক ও হাট বাজারে টহল জোরদার করেছে। বিনা কারনে কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না এবং শহরের সকল দোকান পাট বন্ধ রাখা হয়েছে।
করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন বিষয়ে জনগনকে সচেতন করতে বিভিন্ন সড়কে পথচারীদের অবহিত করন করা হচ্ছে এবং সবাইকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হচ্ছে। ৫৫ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ জাহেদ কামাল এবং লে: কর্ণেল আতিফ সিদ্দিকী এর নেতৃত্বে সেনা বাহিনীর ৪ টি দল মাগুরা জেলার সর্বত্র এই অবহিত করন কার্যক্রমে অংশগ্রহন করছে।
ভোরের পাতা/পি