প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৯:১৩ পিএম | অনলাইন সংস্করণ
কঠোর লকডাউনের সপ্তমদিনে বিধিনিষেধ লঙ্ঘন করার অভিযোগে ডিএমপি অধ্যাদেশ আইনে ৫৫৬ জনকে ১০০ টাকা করে জরিমানা করেছেন আদালত।
বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের এই জরিমানা করেন। এছাড়া জরিমানার টাকা দিতে না পারায় ২৬ জনকে এক ঘণ্টা হাজতবাস করার আদেশ দেওয়া হয়। হাজতবাস শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, কঠোর বিধিনিষেধ চলার সপ্তমদিন পর্যন্ত মোট ৪ হাজার ১৩৯ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার ২৬৩ জন, শুক্রবার ৬২৯ জন , শনিবার ৬০৭ জন, রোববার ৬৩৬ জন, সোমবার ৬৯০ জন এবং মঙ্গলবার ৭৫৮ জনকে জরিমানা করা হয়।
এদের মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় বৃহস্পতিবার ৩ জন, শুক্রবার ৫৪ জন ও শনিবার ১৮ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রোববার জরিমানার টাকা দিতে না পারায় ৯৩ জন, সোমবার ৭০ জন, মঙ্গলবার ৬০ জন ও বুধবার ২৬ জনকে সাধারণ ক্ষমা করেছেন আদালত। আদালত চলাকালীন সময় তারা হাজতবাস করেছেন।
ঢাকা মূখ্য মহানগর হাকিম আদালতের হাজত খানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধি নিষেধ সপ্তমদিনে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থাকা থেকে ৫৫৬ জনকে আদালতে আনা হয়েছে। তাদের ডিএমটি অধ্যাদেশ আইন প্রত্যেকে ১০০ টাকা করে জরিমানা করেন আদালত। এদের মধ্যে ২৬ জন জরিমানা টাকা দিতে না পারায় তাদের এক ঘণ্টা হাজতবাস করার পর ছেড়ে দেন।
ভোরের পাতা/পি