প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৮:৪২ পিএম আপডেট: ০৭.০৭.২০২১ ৮:৫২ পিএম | অনলাইন সংস্করণ
দেশে করোনাভাইরাসে সংক্রমণ এবং মৃত্যু- দুটিরই হার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে করোনা রীতিমত তাণ্ডব চালাচ্ছে। এরমধ্যে ১১ হাজার ২ জন পুরুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাসটি।
এইদিকে আশঙ্কা প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ যদি এইভাবে ঊর্ধ্বমুখী থাকে তাহলে জুলাইয়ে রোগী সংখ্যা এপ্রিল ও জুন মাসকে ছাড়িয়ে যাবে।
বুধবার (০৭ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২০১ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ১১৯ জন। আর নারী ৮২ জন।দেশে এখন পর্যন্ত মোট ৪ হাজার ৫৯১ জন নারীর মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন আক্রান্ত হলেন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৫ হাজার ৯৮৭ জন।এখন পর্যন্ত দেশে মোট ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন করোনামুক্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভোরের পাতা/কে