প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৭:৫০ পিএম | অনলাইন সংস্করণ
কর্মহীন মানুষকে সহায়তার আহ্বান আ. লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি`র ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক অনির্ধারিত বৈঠকে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতনতা বৃদ্ধি এবং কর্মহীন মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে সারাদেশে ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (৭ জুলাই) বিকেলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে কেউ যেন খাবার কষ্ট না পায়, সেজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক ত্রাণ কার্যক্রম চালিয়ে যেতে হবে- আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশ প্রতিপালনের জন্য বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ সারাদেশে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।সেই সাথে ত্রাণ কর্মসূচি বাস্তবায়নের সময় স্বাস্থ্য সুরক্ষা বিধি নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে লকডাউন বাস্তবায়নে সরকার ঘোষিত বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম, অ্যাডভােকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ কামাল প্রমুখ।