প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোয়সেকে তার নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লদ জোসেফ বুধবার এ কথা জানিয়েছ।
ঘটনার পরপরই এটিকে বর্বরোচিত হত্যাকাণ্ড উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী।
উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিকে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
৫৩ বছর বয়সী জোভেনেল মইসি ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠেছিল। দেশটিতে সহিংস সরকারবিরোধী বিক্ষোভও হয়েছিল।
ভোরের পাতা/কে