প্রকাশ: বুধবার, ৭ জুলাই, ২০২১, ৪:৩৯ পিএম | অনলাইন সংস্করণ
সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় পাওনাদারের অপমান সহ্য না করতে ফাঁস দিয়ে এক হোটেল ব্যবসায়ী আত্নহত্যা করেছেন। তিনি আশুলিয়ার ধলপুরে পরিবার নিয়ে থাকতেন এবং খাবারের হোটেল চালাতেন।
বুধবার (০৭ জুলাই) সাভারে আশুলিয়ার ধলপুরে এ ঘটনা ঘটে।
নিহত হারুন-উর রশিদ মানিকগঞ্জের ঘিওর উপজেলার রাধাকান্তাপুরের জমির উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ভাগ্য ফেরানোর আশায় কিছুদিন আগে সুদের টাকায় খাবার হোটেলের ব্যবসা শুরু করেন হারুন। করোনাভাইরাসের কারণে ব্যবসা লাভজনক না হওয়ায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হন তিনি। এতে পাওনাদাররা তাকে প্রকাশ্যে অপমান করে। অপমান সহ্য করতে না পেরে বুধবার ভোরে উঠানের লিচু গাছের সঙ্গে ফাঁস দেন হারুন। আশপাশের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
থানার এসআই ইউনুস আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।
ভোরের পাতা/কে