প্রকাশ: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ১:১৫ এএম | অনলাইন সংস্করণ
বাইসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন মিজানুর রহমান মিজান (২৮)। অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে স্থানীয় সময় সোমবার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে, গত ১৯ জুন দুপুর ১টায় লিসবনের আলকান্ত্রা নামক স্থানে ফুড ডেলিভারির কাজে কর্মরত অবস্থায় নিজস্ব ইলেকট্রিক বাইসাইকেলের ব্রেকের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হন মিজান। এতে তার দুই হাত এবং এক পা ভেঙে যায় সেই সাথে মাথায় মারাত্মক আঘাত পেয়ে টানা ১৭ দিন কোমায় থাকার পর লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন।
জানা গেছে, পেশায় মিজান রাইড শেয়ারিংয়ের অ্যাপস ভিওিক খাদ্য ডেলিভারি উবার এবং ভোল্টে কাজ করতেন। তিনি ২০২০ সালে পর্তুগালে আসেন, তার দেশের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমার মোঘলা বাজার।
মিজানের মৃত্যুতে লিসবনসহ পুরো পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবাসীগণ শোকাহত, সেই সাথে মরহুমের আত্মার শান্তি কামনা পূর্বক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পর্তুগালের বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
ভোরের পাতা/কে