প্রকাশ: সোমবার, ৫ জুলাই, ২০২১, ১০:২৫ পিএম | অনলাইন সংস্করণ
গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের পর মাথার চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও সতিনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর সতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনকুরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামী সুলতান কাজী ও সতীন তারা বানুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। গৃহবধূ বিউটি খাতুন তিনি সুলতানের প্রথম স্ত্রী।
জানা গেছে, রোববার রাতে নিজ বাড়িতে প্রথম স্ত্রী বিউটি খাতুনের ওপর অমানবিক নির্যাতন চালায় স্বামী সুলতান কাজী। এরপর তার মাথার চুল কেটে দেয় সুলতানের দ্বিতীয় স্ত্রী তারা বানু। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিউটি খাতুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল জানান, ভুক্তভোগী বিউটি খাতুনের বাবা তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
ভোরের পাতা/কে