প্রকাশ: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৪:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
নদী থেকে উঠে লোকালয়ে ঢুকে পড়েছে একটি বিশাল দৈত্যাকৃতির কুমির। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, কুমিরটি বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এতে ওই রাস্তা জনশূন্য হয়ে পড়েছে। ইতোমধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।
ভারতের কর্নাটক রাজ্যের এক গ্রামের এমন ঘটনা ঘটেছে। কুমিরটিকে পরে বণ্যপ্রাণী কর্মকর্তারা উদ্ধার করে আবার নদীতে ছেড়ে দিয়েছে।
কর্নাটকের দান্দেলির ডেপুটি রেঞ্জ অফিসার রামু গৌড়া জানিয়েছেন, গ্রামটির কাছেই কালি নদীতে ছেড়ে দেওয়া হয়েছে কুমিরটিকে। তার ধারণা, ওই নদী থেকেই উঠে এসেছিল কুমিরটি। তবে তাঁদের মতে, ওই নদীতে কুমির থাকলেও তারা কখনও লোকালয়ে আসে না। এই ঘটনাটি বিচ্ছিন্ন বলেই মনে করছেন বন দফতরের কর্মকর্তারা।
ভোরের পাতা/কে