প্রকাশ: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৩:৩৬ পিএম | অনলাইন সংস্করণ
পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার ভোরে এ হামলা চালিয়েছে।
সংবাদমাধ্যম আরব নিউজর এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালিয়েছে।
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) টুইটারে এক বার্তায় বলে, গাজা থেকে বিস্ফোরকভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলত। যদিও এ হামলার বিষয়ে হামাস এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ১০ মে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে ২১ মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় ২৮৯ ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে হামাসের ছোড়া রকেটে নিহত হন ইসরায়েলের ১৩ জন।
ভোরের পাতা/পি