প্রকাশ: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৩:২১ পিএম | অনলাইন সংস্করণ
সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। তবে কঠোর লকডাউনের পাশাপাশি বৃষ্টির কারণে মুসল্লিদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, জাতীয় মসজিদের মূল চত্বর ছাড়া বারান্দা-সিঁড়িসহ বিভিন্ন স্থান প্রায় খালি ছিল। যেখানে অন্যান্য জুমায় নিচের মার্কেট চত্বর বা আশপাশের ফাঁকা স্থানে কাতার করে নামাজ আদায় করে মুসল্লিরা।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশের সব জুমা ও পাঁচ ওয়াক্তের নামাজ এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে কতিপয় বিষয়ে নিরুৎসাহিত করতে শর্ত বেঁধে দেয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
এতে মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে ও আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে, প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে ও সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধোয়া ও মসজিদে কার্পেট না বিছাতে বলা হয়েছে।
পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা, মুসল্লিদের প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসা ও কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ আরো কিছু বিষয়ে বলা হয়েছে।
ভোরের পাতা/পি