প্রকাশ: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ৩:১৫ পিএম | অনলাইন সংস্করণ
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালপর্ব কাল থেকে শুরু। এর আগেই শেষ আটের জন্য নতুন নিয়ম জানিয়ে দিল লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। নকআউট পর্বে ম্যাচ ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিট থাকছে না, সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। তবে ফাইনাল ম্যাচ এই নিয়মের আওতাভুক্ত থাকবে না।
মূলত নটআটউট পর্বের কোনো ম্যাচ ড্র হলে অতিরিক্ত সময় হিসেবে ৩০ মিনিট দেয়া হয়। এরপরও যদি ম্যাচের ফলাফল বের না হয় তবেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। চলমান ইউরোতেও এই নিয়মেই চলছে খেলা। কিন্তু কনমেবল ভিন্ন কথাই জানিয়েছে।
কোপা আমেরিকার কোয়ার্টার এবং সেমিফাইনালপর্বের ম্যাচ এই নিয়মের আওতায় থাকবে। তবে ফাইনালে হবে এই নিয়মের ব্যতিক্রম। ম্যাচটা যদি নির্ধারিত সময়ে শেষ না হয়, তাহলে খেলা গড়াবে যোগ করা অতিরিক্ত সময়ে। ৩০ মিনিটের অতিরিক্ত সময় আবার খেলা হবে দুটো ভাগে। সে সময়েও যদি সমতা না ভাঙে, তাহলে খেলা গড়াবে পেনাল্টি শুটআউটে। যেখানে নির্ধারিত ১০ পেনাল্টিতে নির্ধারিত হবে কোপা আমেরিকার ভাগ্য।
আগামী ৩ জুলাই ভোররাতে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালপর্বের খেলা। সেরা চারে উঠার প্রথম ম্যাচে পেরুর মোকাবেলা করবে প্যারাগুয়ে। একই দিনে ভোর ৬টায় মুখোমুখি হবে ব্রাজিল-চিলি। পরের দিন উরুগুয়ের বিপক্ষে কলম্বিয়া এবং ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
ভোরের পাতা/পি