প্রকাশ: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ২:০১ পিএম | অনলাইন সংস্করণ
চাঁদপুরে জুয়া খেলায় হেরে ৫৫ বছর বয়সী রেহান উদ্দিন মিজিকে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি খোরশেদ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি মো. মিলন মাহমুদ।
এর আগে বুধবার বিকেলে চাঁদপুর পৌরসভার প্রফেসরপাড়া এলাকার সাধন গাজীর মেস থেকে খোরশেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খোরশেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামের মোস্তফা ভূঁইয়ার ছেলে।
সংবাদ সম্মেলনে এসপি মো. মিলন মাহমুদ জানান, খোরশেদ ও রেহান উদ্দিন পূর্বপরিচিত। তারা বিভিন্ন জায়গায় একত্রে জুয়া খেলতেন। কিছুদিন আগে তিনি রেহানের সঙ্গে জুয়া খেলায় ৬৫ হাজার টাকা হেরে যান। এতে রেহানের ওপর ক্ষুব্ধ হন।
২২ জুন রেহানের সঙ্গে তাস খেলার প্রস্তাব দেন খোরশেদ। সে প্রস্তাবে রাজি হন রেহান। পরে ২৩ জুন দুপুরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ওয়ারলেস মোড়ের একটি গাড়ির গ্যারেজের মিস্ত্রি মো. রফিকুল ইসলামের মোবাইল দিয়ে রেহানকে ফোন করেন। ফোন দেওয়ার পর তিনি ট্রাক রোড বটতলা মোড় এলাকায় রেহানের বাসায় যান। এরপর তাস খেলার একপর্যায়ে ঘরে থাকা দা দিয়ে রেহানের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করেন তিনি।
এরপর মামলার আলামত নষ্ট করার জন্য ঘরে থাকা তাস, কিছু রক্তমাখা কাপড় নিয়ে বেরিয়ে যান খোরশেদ। সেসব বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু জেনারেল হাসপাতালের দক্ষিণ পাশে চাঁদপুর-কুমিল্লা রেললাইন সংলগ্ন গুনরাজদী জঙ্গলে ফেলে আসেন। পরে নিজ বাড়ি লক্ষ্মীপুরে আত্মগোপন করেন তিনি। ৩০ জুন পুনরায় চাঁদপুর ফিরে আসেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যমতে ওই জঙ্গল থেকে একটি লুঙ্গি, একটি গেঞ্জি, তাস, লাইটার, সিগারেটের প্যাকেট ও একটি মাস্ক উদ্ধার করা হয়। খোরশেদের বিরুদ্ধে আগেরও দুটি গরু চুরির মামলা রয়েছে।
২৪ জুন দুপুরে চাঁদপুর শহরের খানবাড়ি সড়কের তামান্না শারমিন ভিলার তৃতীয় তলার ভাড়াটিয়া রেহান উদ্দিন মিজির লাশ উদ্ধার করে পুলিশ।
ভোরের পাতা/পি