প্রকাশ: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ১০:২৯ এএম | অনলাইন সংস্করণ
দুইদিন বিরতির পর আবার মাঠে গড়াচ্ছে ইউরো কাপ। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার (২ জুলাই) সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। ম্যাচটি শুরু হবে রাত ১০টায়।
স্পেন দলে কোনও ইনজুরি নেই। লুই এনরিক তাই অপরিবর্তিত একাদশ নিয়েই নামবেন সেমির টিকেট কনফার্ম করতে। স্পেন জাতীয় ফুটবল দলের এই কোচ বলেন, সুইজারল্যান্ড দলটাকে আমার বেশ ভালো করে জানা আছে। তা আমাদের বাড়তি সুবিধা দেবে। কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে। ওদের হারাতে সেরাটিই দিতে হবে আমাদের।
এদিকে, সুইজারল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে পারবেন না জাকা। আগের দু ম্যাচে হলুদ কার্ড দেখার খেসারত দিতে হচ্ছে আর্সেনাল মিডফিল্ডারকে। সুইজারল্যান্ডের জাতীয় দলের কোচ ভ্লাদেমির পেতকোভিচ বলেন, আসলে এখন পর্যন্ত আমাদের ছেলেরা যা করেছে, তাতে আমি গর্বিত। স্পেনের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই। পাওয়ার আছে অনেক কিছুর। শেষ মিনিট পর্যন্ত ওদের চ্যালেঞ্জ জানাতে আমরা প্রস্তুত।
ভোরের পাতা/পি