প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১, ১০:৪৪ এএম | অনলাইন সংস্করণ
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো অ্যাকুইনো বৃহস্পতিবার (২৪ জুন) ভোরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বেনিগনো অ্যাকুইনো ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
অ্যাকুইনোকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কমপক্ষে পাঁচ মাস ধরে কিডনির ডায়ালাইসিস করছিলেন এবং সম্প্রতি হার্টের অপারেশন করেছেন।
ফিলিপাইনের সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি- আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনোর মৃত্যুর খবর জানতে পেরেছি।
তিনি আরো বলেন, তাকে একজন দয়ালু মানুষ হিসেবেই চিনি। দেশের মানুষের সেবা করে গেছেন তিনি। তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।
ভোরের পাতা/কে