মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: বঙ্গবন্ধু বাংলাদেশকে সুইজারল্যান্ড বানানোর স্বপ্ন দেখেছিলেন: তাজুল ইসলাম   ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা   করোনায় মৃত্যু কমেছে, শনাক্ত বেড়েছে    আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত   শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী   বাস সরাতে গিয়ে দুই মৃত্যু: সেই পুলিশের বিরুদ্ধে মামলা   আন্দোলনের বিকল্প নেই, ফয়সালা রাজপথেই হবে: ফখরুল   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আ.লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কােম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের
কােম্পানীগঞ্জ (নােয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ জুন, ২০২১, ১১:৫২ পিএম | অনলাইন সংস্করণ

নােয়াখালী কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযােগী সংগঠনের আয়ােজনে - বাংলাদেশের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত ৭২ তম বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, আলােচনাসভা,দােয়া মাহফিল, কেক কাঁটা, মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনটি উদযাপন করেন বসুরহাট পৌর মিলনায়তনে।

উক্ত অনুষ্ঠানে পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামীলীগের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন,তিনি বলেন নতুন প্রজন্মের কাছে তুলে না ধরলে, আওয়ামীলীগের নেতৃত্বে যাঁরা আসবে তাঁরা ইতিহাসে ভুল ব্যাখ্যা জানবে,সে জন্য আমি বলবাে সঠিক ইতিহাস জানেন। মেয়র মির্জা আওয়ামীলীগের প্রতিষ্ঠার মূল পটভূমি তুলে ধরেন - জন্মলগ্নে এই সংগঠনে নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। ১৯৪৯ সালে ২৩ জুন ঢাকা কেএম দাস লেনে অবস্থিত ঐতিহাসিক রােজ গার্ডেন প্রাঙ্গনে হােসেন শহীদ সােহরাওয়ার্দীর অনুসারি মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে পাকিস্তানের প্রথম বিরোধী দলের আত্নপ্রকাশ ঘটে।সংগঠনের প্রথম কমিটিতে মাওলানা ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারন সম্পাদক এবং জেলে থাকা অবস্থায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনীতি, বাঙালি জাতীয়তাবাদ, গণতান্ত্রিক, সাংস্কৃতিক, শােষনমুক্ত সমাজ নির্মাণের আর্দশ এবং একটি উন্নতি সমৃদ্ধ আধুনিক,প্রগতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মানের রাজনৈতিক, অর্থনৈতিক সমাজিক ও সাংস্কৃতিক দর্শনের ভিত্তি রচনা করে আওয়ামীলীগ।

যার পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের কাউন্সিলে অসাম্প্রদায়িক নীতি গ্রহনের মাধ্যমে সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় পূর্ব পাকিস্তান আওয়ামীলীগ।

বাংলাদেশ আওয়ামীলীগ শুধু এ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনই নয় বাংলাদেশের রাজনীতির মূলধারা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামীলীগের ইতিহাস একসূত্রে গাঁথা। ১৯৪৮ সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা বলার দাবিতে সূচিত ভাষা আন্দােলন ১৯৫২ সালে গণজাগরনে পরিনত হয়। অব্যাহত রাজনৈতিক নিপীড়নের শিকার, তরুন সংগ্রামী নেতা শেখ মুজিবুর রহমান সেই সময় কারান্তরাল থেকে ও ভাষা আন্দােলনে প্রেরণাদাতার গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কােম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কাদার হায়দার বাবুল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মােহাম্মাদ ইউনুছ,আরােও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্চসেবকলীগ, কৃষকলীগ বীর মুক্তিযােদ্ধা আবু নাছের ও মুক্তিযুদ্ধের সংগঠনেরর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও সহযােগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ প্রমুখ।

ভোরের পাতা/পি



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


আরও সংবাদ   বিষয়:  আ.লীগ   ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী   উদযাপন   কােম্পানীগঞ্জ   উপজেলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
http://www.dailyvorerpata.com/ad/Screenshot_1.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]