প্রকাশ: বুধবার, ২৩ জুন, ২০২১, ১১:৪২ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের শ্রীপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে আহত করেছে একদল কিশোর ছিনতাইকারী। ২২ জুন মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহত গ্যারেজ মালিক মোশাররফ হোসেন ওই ইউনিয়নের আনসার টেপিরবাড়ী গ্রামের হাসেন আলীর পুত্র। স্থানীয় লোকজন গুরুতর আহত জখম অবস্থায় গ্যারেজ মালিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে আনলে তার অবস্থায় আশংকাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোশারফের ভাই লিটন মিয়া বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, মোশাররফ হোসেন টেপিরবাড়ী গ্রামে নোভা পোল্ট্রি সংলগ্ন ভাই ভাই বন্ধু গ্যারেজ দিয়ে অটোরিক্সা তৈরি ও বিক্রয়ের ব্যবসা করে। মঙ্গলবার গভীর রাতে গ্যারেজের কাজ শেষে বাড়ি ফেরার পথে নোভা পোল্ট্রি সংলগ্ন রাস্তায় একই এলাকার তাইজুদ্দিনের পুত্র শরীফ মিয়া, কমর উদ্দিনের পুত্র মিলন মিয়া, আ: ছাত্তারের পুত্র তাইজুদ্দিনসহ একদল কিশোর সন্ত্রাসী তার পথরোধ করে দাঁড়ায় এবং লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ওই সময় ছিনতাইকারীদের হাতে থাকা ধারালো দা দিয়ে মোশারফের মুখে কোপ দিয়ে আহত করে এবং প্রায় আড়াই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার এস.আই আমজাদ হোসেন জানান, উভয় পক্ষই পরস্পর আত্মীয় স্বজন, পারিবারিক শত্রুতার জেরে মারপিটের ঘটনা ঘটে থাকতে পারে। শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
ভোরের পাতা/পি